বুধবার, ৭ এপ্রিল, ২০২১

শব্দব্রাউজ ১৪৩ || নীলাঞ্জন কুমার

   শব্দব্রাউজ ১৪৩ || নীলাঞ্জন কুমার



 


 শব্দব্রাউজ ১৪৩। নীলাঞ্জন কুমার


তেঘরিয়ার বিপাশা আবাসন কলকাতা ৬।৪।২০২১। সময় সাড়ে নটায় । প্রভু শব্দটির কথা মনে এলে ঈশ্বরের কথাই মনে আসে । শোষক শাসক তারপরে ।


শব্দসূত্র  : প্রভু আমার প্রিয় আমার


প্রভু আমার সার্বিক ভুলত্রুটির
মাঝখানে দাঁড়িয়ে   শুধরে দেয় ।
প্রভু আমার সারাক্ষণ শুদ্ধতার সামনে
দাঁড় করায় । প্রভু মানে ঈশ্বর বলে মনে
করি  ।



প্রিয় আমার সারাক্ষণ মনে ।
প্রিয় আমার বড়ই  দুর্লভ ।
প্রিয় আমার চির শ্রদ্ধার।
প্রিয় আমার চেতনার রঙ। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...