শনিবার, ৩ এপ্রিল, ২০২১

বগড়ী কৃষ্ণনগরের ৫০০ বছরের দোল ৷ ড.শান্তনু পাণ্ডা

বগড়ী  কৃষ্ণনগরের ৫০০ বছরের দোল



গজপতি রাজার গড় বগড়ীডিহি। এটা গড়বেতা ব্লকের মাইতা মৌজায় অবস্থিত। বগড়ীর দোল খুব বিখ্যাত ৭ দিন ধরে চলে। প্রত্যেক দিন অন্ন ভোগ হয়। রঘুনাথবাড়ি দোল মন্দিরে ঠাকুর থাকেন ৭ দিন। মন্দির আলোয় আলোকিত করা হয়। প্রধান দোলের দিন ঠাকুর পালকি তে করে পুরো গ্রাম পরিক্রমণ করা হয়।  সঙ্গে থাকে উলুধ্বনি ও সংঙ্খধ্বনি, খোল কিরতন ,শিঙ্গা,  সানাই, ব্যান্ড, ঝাঁজ, ঘন্টা । প্রচুর লোকের সমাগম হয়। এটা পরিচালনা করেন "বগড়ী বীরজিত শ্রী শ্রী কৃষ্ণ রায় জীউ ঠাকুর দেবোত্তর trust.

প্রতিবেদন: ডঃ শান্তনু পাণ্ডা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...