বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১

আটপৌরে কবিতাগুচ্ছ- ৪/২ || "আই-যুগ"-এর কবিতা দেবযানী বসু Debjani Basu

 আটপৌরে কবিতাগুচ্ছ- ৪/২ || "আই-যুগ"-এর কবিতা

দেবযানী বসু Debjani Basu

আটপৌরে ৪/২

১. কোনো ওষুধ পাই নি

সুময়সময় । রাহাজানি । ঘরেবাইরে।
                  মনভাবন
বাল্যলীলায় ভাসছে রাজকন্যার কাজললতা ।

২. নদীর বাঁকে বাঁকে এলুমিনিয়াম
   
চলাফেরানোর  । ঘুমপাড়ানোর । কথাবলানোর ।
                        ব্যথাবেদনা
ছবির ব্যথা তুলি সারায়।

৩. মায়াময় পাহাড়ের কায়া

হাসিকান্না । বিদূষক । দুঃখদাতা ।
                 খাজুরাহো- খাঁজদার
কামনার রক্তরসে পাহাড় ভিজেছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...