আটপৌরে কবিতাগুচ্ছ- ৪/৭ || "আই-যুগ"-এর কবিতা
দেবযানী বসু Debjani Basu
আটপৌরে ৪/৭
১. হংসলোকগীতি
যমুনানীল । সবুজসেনা । কিশোরবেলা।
বোকামির
শাসনতীরটি এখন হংসকন্যার দখলে।
২. রক্তশূন্যতার শতাব্দী
হোয়াটসঅ্যাপ। টুইটার । মিউই ।
যুগপৎ
শিশিরের জলতরঙ্গ মনে রেখেছে।
৩. ভুলতে না চাইলেও
রাঁধুনীসুবাসিত। মধুমঞ্জরী । এলইডিআলোক ।
ভ্রূসন্ধিতে
রক্তরাগাশ্রিত তন্বী পোশাকের শরীর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন