মঙ্গলবার, ১৮ মে, ২০২১

শব্দব্রাউজ ১৮৪ । নীলাঞ্জন কুমার Nilanjan Kumar

 শব্দব্রাউজ ১৮৪ । নীলাঞ্জন কুমার Nilanjan Kumar


শব্দব্রাউজ ১৮৪। নীলাঞ্জন কুমার


বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা ১৭।৫।২০২১সকাল ৮টা ৪৫ মিনিট । আলোর প্রক্রিয়া আমাদের কাছে  ধোঁয়াশা । আমরা যার মাধ্যমে  দেখি তাকে নিয়ে ভাবি কম।  আলোকোজ্জ্বল জীবন সকলেই চাই ।


শব্দসূত্র  : আলো আমার আলো


আলো ঠিক ঠিক সত্য নিয়ে আসে ।
আলোকোজ্জ্বল দিন সারাক্ষণ জীবনে
থেকে যায়,  এই সত্য আমাদের মধ্যে ।
আলোর ভেতর থেকে উঠে আসা চেতনা
আমাদের শেখায় ভাবায় ।




আমার আলো তোমার আলো বলে কিছু হয়
না। যুগ যুগ ধরে আলোর উচ্ছ্বাস মেনে গড়ি
প্রিয়তা ।




জীবনের আলো নিজের ভেতর জাগায় ।
দিশা দেয় ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...