সোমবার, ৩১ মে, ২০২১

আটপৌরে কবিতাগুচ্ছ- ৬/৬ || "আই-যুগ"-এর কবিতা দেবযানী বসু Debjani Basu

 আটপৌরে কবিতাগুচ্ছ- ৬/৬ || "আই-যুগ"-এর কবিতা

দেবযানী বসু Debjani Basu


আটপৌরে ৬/৬

১. হঠাৎ যা ঘটে

পাতাখোলা । বুক খোলা । ইচ্ছেখোলা ।
                  ক্ষমাক্ষমাক্ষমা
মেঘ চাওয়াপাওয়া জল বইছে।

২. এখনো পর্যন্ত কথাকলি

চিরহরিৎ । বাৎসরিক । উৎসবময় ।
               বৃষ্টির
শুরুতে হাসি শেষে কান্না ।

৩. বনে সদা মধ্যমগ্ৰীষ্ম

অভিনয় । বাইশেপ । ট্রাইশেপ ।
              প্রেমবাহুডোরে
বালসূর্যের গতিতে হৃদয়চিহ্ন জন্মায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...