শব্দব্রাউজ ১৭৬ । নীলাঞ্জন কুমার Nilanjan Kumar
শব্দব্রাউজ ১৭৬ । নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়ার মেন রোড কলকাতা ৯।৫। ২০২১ সকাল দশটা । কবিতার জন্য যাবতীয় পরিক্রমায় পর শব্দব্রাউজে আসা । এ পরিক্রমা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আনন্দ বলে মনে করি ।
শব্দসূত্র : কবিতার পরিক্রমায়
কবিতার ভেতর ঢুকতে ঢুকতে
যতখানি কবিতায় মেশামিশি
তার কতটুকু কলমের আঁচড়ে!
কবিতার ভেতর ক্লান্তিহীন
পরিক্রমায় পৃথিবীর সর্বদীর্ঘ
হাঁটাহাটি সেরে ফেলি ।
বিষাদ তখন উধাও ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন