শুক্রবার, ২১ মে, ২০২১

শব্দব্রাউজ ১৮৭ । নীলাঞ্জন কুমার Nilanjan Kumar

  শব্দব্রাউজ ১৮৭ । নীলাঞ্জন কুমার Nilanjan Kumar


শব্দব্রাউজ ১৮৭। নীলাঞ্জন কুমার


বিপাশা আবাসন  তেঘরিয়া মেন রোড কলকাতা ২০। ৫।২০২১ সকাল সাড়ে দশটায়।   যতই ভাবনা ভাবা হোক প্রেমের ভাবনা বিস্ময়কর ভাবে বহুক্ষণ ধরে ভাবনা যায় আর তার যন্ত্রণাও । রবীন্দ্রসঙ্গীতের প্রেমপর্ব তার উদাহরণ ।


শব্দসূত্র:  সহে না যাতনা

সহে না বলতে প্রেমোপাখ্যান কতখানি মর্মঘাতি হলে তবে এ শব্দ উঠে আসে । সইতে পারিনা বলে প্রেম নাচায় ভাবায় আর হতাশায় ডুবে যাওয়ার ইচ্ছে চাড়া দেয় । অসফল প্রেম নিজেকে জানতে শেখায় ।


যাতনা অর্থাৎ যন্ত্রণা ছুঁয়ে সকলেই থাকি । থাকে  অভিমান ক্ষোভ সঙ্গীহীনতার জ্বালা । থাকে ইঙ্গিত প্রেমবান তৃষ্ণা সর্বস্ব দেবার দোদন্ড ইচ্ছে । দিন গুনে গুনে চলার যন্ত্রণা অভিজ্ঞতা তৈরি করে । মিলিয়ে মিশিয়ে এভাবে জীবন চলে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...