মঙ্গলবার, ২৫ মে, ২০২১

শব্দব্রাউজ ১৯১ ৷। নীলাঞ্জন কুমার Nilanjan Kumar

 শব্দব্রাউজ ১৯১ ৷। নীলাঞ্জন কুমার Nilanjan Kumar



শব্দব্রাউজ ১৯১। নীলাঞ্জন কুমার


বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা ২৪। ৫। ২০২১ সকাল ৯ টা । নিস্তব্ধতার সঙ্গে সহবাস করি বহু সময় । সে বড় কষ্টের সময় ।

শব্দসূত্র:  নিস্তব্ধতার সঙ্গে

নিস্তব্ধতাকে বন্ধু করতে গিয়ে
নিজেকে হারাই । ভীড় করে আসে
ভাবনা । তাকে ভাবতে গিয়ে আমার
ভাবনা ভাবা হয় না ।


সঙ্গে যদি না থাকে পার্থিব উন্মাদনা
তবে জীবন অসহ। যন্ত্রণা আমায় রাগ
শেখায়,  ধিক্কার শেখায়,  অভিমান শেখায় ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...