বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১

আটপৌরে কবিতাগুচ্ছ- ৭/২ || "আই-যুগ"-এর কবিতা দেবযানী বসু || Atpoure poems, Debjani Basu

 আটপৌরে কবিতাগুচ্ছ- ৭/২ || "আই-যুগ"-এর কবিতা

দেবযানী বসু || Atpoure poems, Debjani Basu


আটপৌরে ৭/২

১.  কাঁচা রাস্তা পাখির বুকের

পান্থপাদপ । দেবদারু । এবংঝাউ ।
                  পরকিয়াতুখোড়
কৃষ্ণমৃত্তিকার কোলে ফিরি বারবার।

২. সমুদ্রতোতা ভাগ্য পড়ে না

সেলাইকরা - সব্জি। আছোঁয়া -অধর। গরাদছায়া ।
                          ঝরন্ত
শ্রাবণের কিছু বৃষ্টি ভুল।    

৩. ক্রুশকাঁটায় বোনা জোয়ার

ভাঙাতালা।  ভাঙাচাবি । কাটাহাত ।
                  চামড়ার
ঘসে ঘসে ছায়া তুলছি।
                

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...