নীলিমা সাহা-র আটপৌরে ২৫-২৭
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems
নীলিমা সাহার আটপৌরে
৪)না-ঘুম রাত্রির উজান
দরদর-মন
চক্কর দেয় প্রবাহিণী পাড়
৫)ঘর খুঁজতে খুঁজতে
প্রবাসীর
ওড়পাড় আষাঢ়,বৃষ্টিস্নাত চাহতা
৬)বৃষ্টি-বাতাস মাথায় দিনাতিদিন
জানালায়
থরথর মোমদানি লেখে কবিতা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন