নীলিমা সাহা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
নীলিমা সাহা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২

কিছু বই কিছু কথা- ৩০৫। নীলাঞ্জন কুমার তানপুরা ও পিলসুজ রমণী । নীলিমা সাহা,Nilima Saha

 কিছু বই কিছু কথা- ৩০৫। নীলাঞ্জন কুমার 



তানপুরা ও পিলসুজ রমণী । নীলিমা সাহা । কবিতা ক্যাম্পাস , সালকিয়া,  হাওড়া  । মূল্য ১২০ টাকা ।


নীলিমা সাহাকে চিনতাম প্রধানত পোস্টমডার্ন অনুসারী কবি হিসেবে । বর্তমানে তাঁকে আমরা দেখি তার থেকে কিছুটা বেরিয়ে এসে কিছুটা অন্য ডাইমেনশনে। তিনি এখন যে সব অনুষঙ্গ ব্যবহার করছেন তার সঙ্গে পোস্টমডার্ন চিহ্নগুলোর তফাৎ চোখে পড়ে , যখন পড়ি:  ' চাই ' শব্দটি যখন ভীষণ চায়, ঠিক তখনই/  অদৃশ্য সিঁড়ি বেয়ে উঠে যাই/  নিজস্ব সিঁড়ি বেয়ে উঠে যাই/  নিজস্ব ছাদের বাগানে দেখি, সেখানেও/ গরম ভাতের গন্ধ ... আগুনমুখের আনচান 'কিংবা ' ভাঙা আয়নায় এভাবেই চিরদিনের/   কাটাকুটি খেলা/  ইচ্ছেরা সাজাতে থাকে নিজস্ব আকাশ ' র মতো জবরদস্ত কবজির মোচড় জাত চেনায় ।
          কবি এ কাব্যগ্রন্থ ৬ ভাগে ভাগ করেছেন। তাইতো ' ব্রেকিং নিউজ' পর্বে ৩ নম্বর কবিতায় যে দৃশ্য খুঁজে পাই:  '  ভেজা শরীর না শুকোতেই সামনে এসে দাঁড়ায় নতুন এক ক্ষুদতৃষ্ণা .../ পাপোশে ধুলো উড়তে থাকে শূন্যে নাকি ভরাটে! '
          নীলিমার কবিতায় ওপর ওপর জেল্লা কিংবা জাগলারির জমকালো দিক নেই । অথচ কবিতা সাদামাঠা নয় । কবি লিখুন । নিত্য নতুন । একদম নিজের মতো । কবি দেবযানী বসুর প্রচ্ছদ যেন প্রচ্ছদে
কবিতা লিখেছেন ।




শুক্রবার, ২৭ মে, ২০২২

নীলিমা সাহা-র আটপৌরে ১০০১, নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 1001,

 নীলিমা সাহা-র আটপৌরে  ১০০১,

নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 1001,





নীলিমা সাহা-র আটপৌরে  ১০০১

১০০১)
মৃত্যু  নিশ্চিত  জেনেও
       অতৃপ্তিই
পৃথিবী নামক এক উপন্যাস 

বুধবার, ২৫ মে, ২০২২

নীলিমা সাহা-র আটপৌরে ৯৯৭-৯৯৯, নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 997-999,

 নীলিমা সাহা-র আটপৌরে  ৯৯৭-৯৯৯,

নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 997-999,





নীলিমা সাহা-র আটপৌরে  ৯৯৭-৯৯৯

৯৯৭)
উক্ত  হয়েও  উহ্য 
      বিস্ময়ময়
স্তব্ধ  এক শৈল্পিক অনুভব
৯৯৮)
নীরব  আলোর  আঘ্রাণ
          অনাঘ্রাত 
পৃথিবীকে  ডাকে নতুন ভোর
৯৯৯)
গোলাপ > কাঁটা > সৌগন্ধ
        স্নিগ্ধপেলব
সংজ্ঞায় যায় না দেখা 
১০০০)
অদেখা  সন্ধিক্ষণে  দাঁড়িয়ে 
 পৃথিবীর
এভাবেই নির্মাণ ও ধ্বংসের খেলা

মঙ্গলবার, ২৪ মে, ২০২২

নীলিমা সাহা-র আটপৌরে ৯৯৪-৯৯৬, নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 994-996,

 নীলিমা সাহা-র আটপৌরে  ৯৯৪-৯৯৬,

নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 994-996,





নীলিমা সাহা-র আটপৌরে  ৯৯৪-৯৯৬

৯৯৪)
জলজ হে বৃক্ষনাথ 
    আদিতমপ্রাণ
তোমাতেই  পৃথিবীর চির ভবিষ্যৎ
৯৯৫)
আকাশে ছড়ানো তোমার 
        শপথ
তবু  প্রত্যয়হীন বিফল স্বপ্ন 
৯৯৬)
মহীরূহময় অরণ্য সম্রাজ্ঞী
       নিত্যকলস্বন
অথচ কোতলেকোতলে নিঃস্ব মৃত্যুপুর

সোমবার, ২৩ মে, ২০২২

নীলিমা সাহা-র আটপৌরে ৯৯১-৯৯৩, নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 991-993,

 নীলিমা সাহা-র আটপৌরে  ৯৯১-৯৯৩,

নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 991-993,





নীলিমা সাহা-র আটপৌরে  ৯৯১-৯৯৩


৯৯১)
ধু  ধু  মাঠ
 শূন্যপথঘাট 
গ্রীষ্মের দহন-সহন এমনই ভঙ্গুর-আদল
৯৯২)
বেদনা  আজ ক্লান্ত 
নদীবুকের 
শতচ্ছিন্ন    স্বপ্ন, শুধুই  হতাশ

৯৯৩)
বাংলার বারোমাস্যায় বিষন্নবাতাস
       দীর্ঘশ্বাস 
সময়  তবু চুপ থাকে

রবিবার, ২২ মে, ২০২২

নীলিমা সাহা-র আটপৌরে ৯৮৮-৯৯০, নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 988-990,

 নীলিমা সাহা-র আটপৌরে  ৯৮৮-৯৯০,

নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 988-990,





নীলিমা সাহা-র আটপৌরে  ৯৮৮-৯৯০

৯৮৮)
ধাবমান  বায়ু  থেকে
 ছিটকেআসাশব্দই
বিস্ফোরণ,সৃষ্টির  ও  ধ্বংসের
৯৮৯)
স্রোতের   কাছেই  নতজানু 
    অস্তিত্ব 
 অনাত্মীয়  ঢেউস্পর্শে  উদাসী নোঙর 
৯৯০)
জীবনেরঘর  থেকে  মরণেরঘর
       নিরালায় 
নুইয়ে থাকে গার্হস্থ্য  আকাঙ্ক্ষা 

নীলিমা সাহা-র আটপৌরে ৯৮৫-৯৮৭, নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 985-987,

 নীলিমা সাহা-র আটপৌরে  ৯৮৫-৯৮৭,

নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 985-987,





নীলিমা সাহা-র আটপৌরে  ৯৮৫-৯৮৭

৯৮৫)
জ্যামিতি  বক্স  জুড়ে 
  কাঁটাকম্পাস
সরলরেখা  গড়তে সকলেই অপারগ

৯৮৬)
মাকড়সার  সংসার, পাশাপাশি 
      সারিবদ্ধ 
পিঁপড়ে, যার যেমন অধিকার 

৯৮৭)
কবিতা  কেমন মিতবাক 
 অথচ
চমকপ্রদ প্রকাশভঙ্গি যেন গুপ্ততাস

বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২

নীলিমা সাহা-র আটপৌরে ৯৮২-৯৮৪, নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 982-984,

 নীলিমা সাহা-র আটপৌরে  ৯৮২-৯৮৪,

নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 982-984,





নীলিমা সাহা-র আটপৌরে  ৯৮২-৯৮৪

৯৮২)
জীবনের  জটিল  অঙ্ক 
   হিসেবে 
দিতে  হিমশিম   সংসারের হংসরাজ

৯৮৩)
তাপ  প্রবাহের  ঢল
    দুঃস্বপ্ন 
ভেসে ওঠে চেনা দেয়ালে 
৯৮৪)
অনল > দাবানল > শোকানল
বিশেষ্য-বিশেষণে
  খুঁজতে থাকে   ক্রিয়াপদের আঙিনা 

সোমবার, ১৬ মে, ২০২২

নীলিমা সাহা-র আটপৌরে ৯৮০-৯৮২, নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 980-982,

 নীলিমা সাহা-র আটপৌরে  ৯৮০-৯৮২,

নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 980-982,





নীলিমা সাহা-র আটপৌরে  ৯৮০-৯৮২

৯৭৯)
শব্দই যে ব্রহ্মাস্ত্র 
   নামে 
সে হৃদয়ের রাত ছিঁড়ে 
৯৮০)
দিগন্তফুঁড়ে চলমান  তার
    উৎস
খুঁজতেই  শ্রুতিমূর্খ পৌঁছাই বটবৃক্ষতলে
৯৮১)
বৃক্ষপাতায়  বিকেলের রোদ
       দগদগেহলুদ
ব্যথারফোঁকরেও  দেখি ওর ব্রহ্মউল্লাস
     

শনিবার, ১৪ মে, ২০২২

নীলিমা সাহা-র আটপৌরে ৯৭৪-৯৭৬, নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 974-976,

 নীলিমা সাহা-র আটপৌরে  ৯৭৪-৯৭৬,

নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 974-976,





নীলিমা সাহা-র আটপৌরে  ৯৭৪-৯৭৬

৯৭১)
প্রেমের মতো বাসনারও
   কোনও
এক্সপায়ারাড-ডেট নেই, আছে আগুন-আকাঙ্ক্ষা 
৯৭২)
সংসার =যুদ্ধের সংখ্যা
   অলীক
অথচ নাছোড়বান্দা  একচিলতে  স্থান 
৯৭৩)
রোদ-বৃষ্টি  দিগন্ত-রেখা  জায়া-পতি
সমাসবদ্ধ-সম্পর্ক 
বাস্তবিক অবস্থান এভাবেই ঘটে
    

বৃহস্পতিবার, ১২ মে, ২০২২

নীলিমা সাহা-র আটপৌরে ৯৬৮-৯৭০, নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 968-970,

 নীলিমা সাহা-র আটপৌরে  ৯৬৮-৯৭০,

নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 968-970,





নীলিমা সাহা-র আটপৌরে  ৯৬৮-৯৭০

৯৬৮)
বৃষ্টির বিকেল শেখায় 
    ইনবক্সে
জমে থাকা ক্ষয় সঞ্চয় 
৯৬৯)
চকমকি  পাথরের মতো 
 শব্দ -চমক
কিম্ভুতদিক থেকে হয় আশ্চর্যমোচন
৯৭০)
চশমার  আড়ালে দাঁড়িয়ে 
    সম্পর্ক 
বাহির স্বচ্ছ, ভেতর অন্ধকার 

বুধবার, ১১ মে, ২০২২

নীলিমা সাহা-র আটপৌরে ৯৬৫-৯৬৭, নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 965-967,

 নীলিমা সাহা-র আটপৌরে  ৯৬৫-৯৬৭,

নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 965-967,





নীলিমা সাহা-র আটপৌরে  ৯৬৫-৯৬৭

৯৬৫)
পথবৈচিত্র > জীবনবৈচিত্র ! মানচিত্রে
        নিরাময়-সন্ধান
ক্লান্ত  ক্রিয়াপদ  হাঁটতেই  থাকে
৯৬৬)
জীবনের  অধিকার  ওই
ভালোবাসার
ভাগ বসাতে  আসে লেভেলক্রসিং
৯৬৭)
যত ঢেউ  ততভয়
   বালিঘড়ি-জ্ঞানে
নিজের কাছেই ফিরতে  হয়

সোমবার, ৯ মে, ২০২২

নীলিমা সাহা-র আটপৌরে ৯৫৯-৯৬১, নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 959-961,

 নীলিমা সাহা-র আটপৌরে  ৯৫৯-৯৬১,

নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 959-961,





নীলিমা সাহা-র আটপৌরে  ৯৫৯-৯৬১
৯৫৯)
সকাল  খুলে  দেখি
মেঘেরপরমেঘ
গুমোর  ভেঙে  হঠাৎবৃষ্টির  আকাশ 
৯৬০)
বরিষধরামাঝে  শান্তির বারি
     মধ্যবিত্ত মন
ফিরে  পেল  পঁচিশে  বৈশাখ 
৯৬১)
হে  বৈশাখী  পুরুষ
    বৃষ্টি-ভেজা-মন-ছুঁয়ে 
সুখ-দুঃখ-বিহ্বলে  দাঁড়িয়ে  আছো  বাঁচার-রূপকে

রবিবার, ৮ মে, ২০২২

নীলিমা সাহা-র আটপৌরে ৯৫৬-৯৫৮, নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 956-958,

 নীলিমা সাহা-র আটপৌরে  ৯৫৬-৯৫৮,

নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 956-958,





নীলিমা সাহা-র আটপৌরে  ৯৫৬-৯৫৮
৯৫৬)
স্নেহপাগলিনীর একটাই নাম
              মা
শব্দটিকে শান দিতেই ক্রমশোজ্জ্বল
৯৫৭)
উজ্জ্বল হাতে তার 
     নাইটল্যাম্প
যখন লালহিংসায় জ্বলে হ্যারিকেনের 
৯৫৮)
মাগো,আপৃথিবী বিশ্বমাতৃত্বে
   তবু
তোর সাপজড়ানোকন্ঠ  দশাঙুলে বৃশ্চিকআংটি-ভয়

শনিবার, ৭ মে, ২০২২

নীলিমা সাহা-র আটপৌরে ৯৫৩-৯৫৫, নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 953-955,

 নীলিমা সাহা-র আটপৌরে  ৯৫৩-৯৫৫,

নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 953-955,





নীলিমা সাহা-র আটপৌরে  ৯৫৩-৯৫৫
৯৫৩)
বিশেষমান=বিমান , ওড়ে
  কাছথেকেদূরে
পড়ে  থাকে  ঘর্ঘর গর্জন
৯৫৪)
গাড়ি >চাকা> পথ
  পরিচ্ছন্ন-পরিচয়েই
 গতিময় পর্যটন,যেমন জীবন 
৯৫৫) 
জীবন  ঘাঁটলেই  হালুয়া 
 সুজি-সদৃশ
ঘাঁটলেই মোহনভোগ নয়, হালুয়া

শুক্রবার, ৬ মে, ২০২২

নীলিমা সাহা-র আটপৌরে ৯৫০-৯৫২, নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 950-952,

 নীলিমা সাহা-র আটপৌরে  ৯৫০-৯৫২,

নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 950-952,





নীলিমা সাহা-র আটপৌরে  ৯৫০-৯৫২
৯৫১)
সভ্যতার  বুকে  এখন
     অনন্তরাত্রি
স্তূপীকৃত  হিংসা  ঝলসায় নগর-নাগরিক 
৯৫২)
একেই  বলে ক্ষমতার
      মধ্যযাম 
তিলোত্তমা সভ্যতার  সহসা সমাধি
৯৫৩)
ঘুমের  দরজার  একপারে 
   ধোঁয়াশাকাঁচ
ওপারে  নিঃশব্দ  যন্ত্রণার  খোদাইচিত্র

বৃহস্পতিবার, ৫ মে, ২০২২

নীলিমা সাহা-র আটপৌরে ৯৪৭-৯৪৯ নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 947-949,

 নীলিমা সাহা-র আটপৌরে  ৯৪৭-৯৪৯

নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 947-949,





নীলিমা সাহা-র আটপৌরে  ৯৪৭-৯৪৯

৯৪৯)
জীবনেরই  অনুগত  প্রেম
   প্রজ্বলিত
ঘৃণারস্ফুলিঙ্গে  মুমূর্ষুসভ্যতা  তবু  অভিষিক্ত 

৯৫০)
এত  ভ্রান্ত  চন্দ্রালোক
     অন্তঃক্ষরা 
গান  বাজে প্রেমের ব্যাকুলে
৯৫১)
ব্যাকুল  বিনুনি-বন্ধন > মুগ্ধতা 
    বোহেমিয়ান-জীবনের
সেই  আলো-আঁধারে  ছাতিমের ছায়া 

বুধবার, ৪ মে, ২০২২

নীলিমা সাহা-র আটপৌরে ৯৪৪-৯৪৬ নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 944-946,

 নীলিমা সাহা-র আটপৌরে  ৯৪৪-৯৪৬

নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 944-946,





নীলিমা সাহা-র আটপৌরে  ৯৪৪-৯৪৬

৯৪৬)
নেই-রাজ্যের মনাগুন পাঠরত
   হত্যালিপি
নিখোঁজ দিশারির ঝরাপাতা এলিজি 
৯৪৭)
সর্পজীবন  অন্ধ  সাপুড়ে
      হাতড়ায়
ঝাঁপির গহীন আশ্চর্য নীরব
৯৪৮)
নির্বিকার  সময়, পৃথিবীর 
        গভীরঅসুখ
গোপনাশ্রু লেখে আত্মজীবনী বিশ্ব-আত্মীয়তার


মঙ্গলবার, ৩ মে, ২০২২

নীলিমা সাহা-র আটপৌরে ৯৪১-৯৪৩ নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 941-943,

 নীলিমা সাহা-র আটপৌরে  ৯৪১-৯৪৩

নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 941-943,





নীলিমা সাহা-র আটপৌরে  ৯৪১-৯৪৩

৯৪৩)
গ্রীষ্মীয়বৃষ্টি > ছিটেফোঁটা > রিয়েলিটি 
     প্রেমপ্রেমখেলা
এই আলো  এই আঁধার 
৯৪৪)
অধ্যাবসায় > অভ্যাস > স্পর্শেন্দ্রিয়
     আনন্দময়জীবন 
ক্রমশ এগোয় চন্দ্রবিন্দুর দিকে
৯৪৫)
কত-কী  খুঁজি  ঝাপসাচশমায়
   বৃষ্টিজল
অনিবার্যভাবেই ধুলোকে  কাদা  করে

রবিবার, ১ মে, ২০২২

নীলিমা সাহা-র আটপৌরে ৯৩৫-৯৩৭ নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 935-937,

 নীলিমা সাহা-র আটপৌরে  ৯৩৫-৯৩৭

নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 935-937,





নীলিমা সাহা-র আটপৌরে  ৯৩৫-৯৩৭

৯৩৭)
রৌদ্রদাহ  ভার  বইতেই 
     পথ
নিরন্তর  অজানা অপেক্ষার দিকে
৯৩৮)
প্রতিটি   পথের  বাঁক 
    মলিন
সেখানেই  সঞ্চিত  জীবনের  কাহিনি 
৯৩৯)
দীর্ঘদহন  সহনের  পর  
    বৃষ্টিরকরুণাধারা
যেন অশ্রুসাগর,ভিজছে করবীবৃক্ষ

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...