নীলিমা সাহা-র আটপৌরে ৯৬৮-৯৭০,
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 968-970,
নীলিমা সাহা-র আটপৌরে ৯৬৮-৯৭০
৯৬৮)
বৃষ্টির বিকেল শেখায়
ইনবক্সে
জমে থাকা ক্ষয় সঞ্চয়
৯৬৯)
চকমকি পাথরের মতো
শব্দ -চমক
কিম্ভুতদিক থেকে হয় আশ্চর্যমোচন
৯৭০)
চশমার আড়ালে দাঁড়িয়ে
সম্পর্ক
বাহির স্বচ্ছ, ভেতর অন্ধকার
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন