নীলিমা সাহা-র আটপৌরে ৯৮৫-৯৮৭,
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 985-987,
নীলিমা সাহা-র আটপৌরে ৯৮৫-৯৮৭
৯৮৫)
জ্যামিতি বক্স জুড়ে
কাঁটাকম্পাস
সরলরেখা গড়তে সকলেই অপারগ
৯৮৬)
মাকড়সার সংসার, পাশাপাশি
সারিবদ্ধ
পিঁপড়ে, যার যেমন অধিকার
৯৮৭)
কবিতা কেমন মিতবাক
অথচ
চমকপ্রদ প্রকাশভঙ্গি যেন গুপ্ততাস
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন