নীলিমা সাহা-র আটপৌরে ৯৫৬-৯৫৮,
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 956-958,
নীলিমা সাহা-র আটপৌরে ৯৫৬-৯৫৮
৯৫৬)
স্নেহপাগলিনীর একটাই নাম
মা
শব্দটিকে শান দিতেই ক্রমশোজ্জ্বল
৯৫৭)
উজ্জ্বল হাতে তার
নাইটল্যাম্প
যখন লালহিংসায় জ্বলে হ্যারিকেনের
৯৫৮)
মাগো,আপৃথিবী বিশ্বমাতৃত্বে
তবু
তোর সাপজড়ানোকন্ঠ দশাঙুলে বৃশ্চিকআংটি-ভয়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন