শনিবার, ৫ জুন, ২০২১

শব্দব্রাউজ ২০২ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse, Nilanjan Kumar

 শব্দব্রাউজ ২০২ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse, Nilanjan Kumar


শব্দব্রাউজ ২০২। নীলাঞ্জন কুমার

বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা ৪।৬।২০২১সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিট । কোন অতল
পাতালে পরমরত্ন পাওয়া যায়,  কেউ কি জানে?

শব্দসূত্র:  তলাতল পাতাল খুঁজে


১।

তলাতলের রূপ দেখা হল না বলে
যে আফশোস,  তাকে সে কারণে
খোঁজা চলে । আসলে তলাতলের
রূপ জীবনের সামনে দাঁড়ালে তাতে
কি প্রকৃত শক্তি ?

২।

মনে করি পাতালে অসীম শক্তি । কারোর দাসানুদাস
হতে হয় না । একা একা পাতালে স্তব্ধতার সঙ্গে বন্ধু করে
বাঁচার রাহাদুরি আছে ।




খুঁজি তলাতল পাতাল , খোঁজা শেষ হয় না ।
তা নিয়ে কোন ভূমিকা লেখা হয় না । অমিমাংসিত
ভীবন সারাক্ষণ সামনে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...