আটপৌরে কবিতাগুচ্ছ ~১১/৭ || "আই-যুগ"-এর কবিতা
১. বিষাদের মগ্নবিতান
ফুটকি। ফুলস্টপ । তারা ।
চুম্বকক্ষেত্র
বানায় , চোয়াল ব্যথা করে।
২. বিপরীত শব্দের ওজন
তুলসি । দারুহরিদ্রা। রক্তচন্দন।
হিসেবমতো
গায়েব করছে দূরসুনামির রক্তকমল।
৩. গমনাগমনে দেবী কুমনা হৈলা
হঠযোগ। গরমাগরম। ক্ষ্যাপাগুষ্টি।
নিন্দাবর্ষী
জিভ ভিজিয়ে নিচ্ছি অমৃতবচনে।
ফুটকি। ফুলস্টপ । তারা ।
চুম্বকক্ষেত্র
বানায় , চোয়াল ব্যথা করে।
২. বিপরীত শব্দের ওজন
তুলসি । দারুহরিদ্রা। রক্তচন্দন।
হিসেবমতো
গায়েব করছে দূরসুনামির রক্তকমল।
৩. গমনাগমনে দেবী কুমনা হৈলা
হঠযোগ। গরমাগরম। ক্ষ্যাপাগুষ্টি।
নিন্দাবর্ষী
জিভ ভিজিয়ে নিচ্ছি অমৃতবচনে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন