নীলিমা সাহা-র আটপৌরে ১২৪-১২৬
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems
নীলিমা সাহার আটপৌরে
১১৪) স্বাধীনতা একান্ত গোপন
বিপ্লব
কেবলই কম্পমান কালের পাখনায়
১১৫) স্বাধীনতা ঘরেরই কেউ
বিমূর্ত
রক্তবীজে খুবলায় নির্বাক স্বদেশ
১১৬) স্বাধীনতা । রৌদ্রস্নান। দীর্ঘভাষা
শ্রমণ
স্বপ্নসুতোয় বাঁধা বিশুদ্ধ রচনা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন