নীলিমা সাহা-র আটপৌরে ৬৪-৬৬
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems
নীলিমা সাহার আটপৌরে
৬৪) রাতের কান্নায় বুঁদ
অলিগলিরাস্তা
মায়ের কান্না আজীবন লজ্জার
৬৫) গাছ কাঁদে। হাওয়া
এসে
মাথা ঝাঁকায় প্রাচীন ভাষায়
৬৬) পালা বদলের ইতিহাস
কথোপকথনে
সামনেই আমার উদ্বাস্তু যাপন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন