নীলিমা সাহা-র আটপৌরে ৭৬-৭৮
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems
নীলিমা সাহার আটপৌরে
৭৬)গোটানো পুঁথির পরতে
নিরন্তর
গমনাগমন সময়ের জীবিত ভাষা
৭৭) ঘুমের ভেতর স্বপ্নালো
জাগরণে
ভাসে সে ভাষা কলরোলহীন
৭৮) ঊনপঞ্চাশ- হাওয়া হুহু নদী
উথালপাথাল
চেনা শব্দেরা আওরায় গতজন্ম
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন