আজকের রাত
জগদীশ পাল
আজকের রাত
আবার সেই চেনা আওয়াজ
মনে পড়ছে আমার ছেলের মতো
আমার মেয়ের বন্ধু ফিরোজ কে
একদল মানুষ ছুটিয়ে নিয়ে যাচ্ছে
সেও মানুষ
নামটা হয়তো একটু আলাদা
ঝুপ করে সেই শব্দ
গোঙানির আওয়াজ
আমাদের মেয়ে আর কিছু মনে করতে পারে না
একা একা খোলা ছাদে ঘুরে বেড়ায়
আর বিড় বিড় করে
''সারে জাহাঁ সে আচ্ছা"
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন