রবিবার, ২২ আগস্ট, ২০২১

আটপৌরে কবিতা ৮৭৭-৮৭৯ || অলোক বিশ্বাস Alok Biswas || "i-যুগ"-এর কবিতা || Atpoure poems: 877- 879.

 আটপৌরে কবিতা ৮৭৭-৮৭৯ || অলোক বিশ্বাস Alok Biswas || "i-যুগ"-এর কবিতা || Atpoure poems: 877- 879.




আটপৌরে কবিতা : অলোক বিশ্বাস

৮৭৭.
সজনেডাঁটা। কুমড়োফুল। শসা।
বাগানের।
নিরামিষ। পরিবেশন। ভাষা। স্বর্গীয়।
৮৭৮.
কেউ মুসলমান নয়।
কেউ
হিন্দু নয়। সবাই। স্রোতস্বিনী।
৮৭৯.
আফ্রিকায় ঈশ্বর। ভিয়েতনামে
ঈশ্বর।
সেই ঈশ্বর। আমার পঞ্জিকায়।

1 টি মন্তব্য:

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...