পূরবী~ ৬২
অভিজিৎ চৌধুরী
নীল চৈতকের মতোন ছুটত যে ঘোড়া,সে আজ খজ্যোতি। বাম পা বেঁকিয়ে বেঁকিয়ে চলে।প্রচুর দমের সেই কিশোরের আর পুনর্জাগরণ হবে না।অবশ্য তার রাণা প্রতাপ স্মৃতি। সে তো যাওয়ার নয়।
স্মৃতিগুলি কিছুতেই পিছু হটে না।আমার দিন কাটে না,আমার রাত কাটে না।
রবীন্দ্রনাথের পর নজরুল।নজরুল গীতি।আরব দেশ থেকে মক্কা মদিনা হয়ে আমার শ্যামা মায়ের কোলে চেপে তাঁর বর্ণমেলার মতোন গান আর গান।এক ঝাঁক ভীমরুল তার নাম নজরুল।নজরুল অনশনে রয়েছেন,রবীন্দ্রনাথ চিঠি লিখলেন অনুরোধ করলেন।
রাজপুরুষদের টনক নড়ল,ইনি তো সাধারণ বন্দী নন।
আজ রাখী পূর্ণিমা।ভাই বোনের বন্ধন অটুট থাকুক।ঠাকুরবাড়ির অর্গল ভেঙে নগ্ন পায়ে হাঁটছেন রবীন্দ্রনাথ। গাইছেন।আর নাখোদা মসজিদে এসে ইমামকে রাখী বন্ধনে জড়িয়ে নিলেন।
তীর্থও অনুগমন করেছিলেন রবীন্দ্রনাথকে পলাশিপাড়ায় ইমাম সাহেবকে রাগীবন্ধনে আবদ্ধ করে।
জয় হোক মানবতার।দুটি বৃন্তের দুটি কুসুম আরো কাছাকাছি আসুক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন