আটপৌরে ২১-২৩ || সুদীপ বিশ্বাস-এর কবিতা, Atpoure 21-23, by Sudip Biswas
আটপৌরে কবিতা
২১.
বোষ্টমী
হৃদিসরোবরে। গহীনজলে। একতারাতে।
প্রেমযমুনা
নীলকমল ফুটিবে গভীর অনুরাগে।
২২.
ভগ্নতরী
সাগরজলে। ডিঙিনৌকা। টলমলায়।
বিষাদবায়ু
মনের মাঝে চোরাস্রোত বয়।
২৩.
মর্ষকাম
স্বপ্ন। ফাঁদ। প্রবঞ্চনা।
আত্মরতি
যখন কিছু ভাল্লাগেনা আর।
২৪.
চিত্ত
বিকশিত। স্থলপদ্ম। পুণ্যতোয়া।
আলোকদৃপ্ত
বন্ধনহীন পূর্ণহৃদয় পুজোর থালা।
শব্দের ফুল সাজানো পুজোর থালি।
উত্তরমুছুনধন্যবাদ, দিদি।
উত্তরমুছুন