বুধবার, ২৫ আগস্ট, ২০২১

কবি শঙ্খ ঘোষকে নিবেদিত ছড়া শঙ্খহারা || জয়ন্ত চট্টোপাধ্যায়, Poems.

 কবি শঙ্খ ঘোষকে নিবেদিত ছড়া


         শঙ্খহারা    ||   জয়ন্ত চট্টোপাধ্যায় 



শঙ্খ বাজে শঙ্খ বাজে ভোরের বেলায় দুপুরসাঁঝে

মধুর ধ্বনি

ছন্দে লেখেন গন্ধে লেখেন দুখের অনুবন্ধে লেখেন

পরশমণি।

সবুজ দেখেন অবুঝ দেখেন নদীর উপর নৌকো লেখেন

ছলাৎছলে

একলা কোণে আপন মনে দাঁড়িয়ে ঢাকা বিজ্ঞাপনে

সেই প্রবলে।

পাঁজর দিয়ে দাঁড় ছুটিয়ে রেল ঝমাঝম ডাক উঠিয়ে

ঘাটশিলাতে

দুঃখী বাবার কষ্ট পাবার রক্তমাখা কৃষ্ণচূড়ার

লাল- লীলাতে।

তিনিই পিতা সবার মিতা মিষ্টভাষী জীবন গীতা

গাছের মতো 

আপস বিহীন কেটেছে দিন প্রতিবাদে ছন্দিত বীণ

শির উন্নত।

বিবেক জানি তাঁকেই মানি মানেন যত জ্ঞানীগুণী

মন্দ বাদে

নীরব কবির মৌন ছবির সামনে সবাই নিথর-স্থবির

অঝোর কাঁদে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...