রবিবার, ৮ আগস্ট, ২০২১

ঝাড়গ্রাম জেলার কুলটিকরিতে কবি প্রণাম ও সাহিত্য বাসর.... || সংস্কৃতি সংবাদ , Jhargram

ঝাড়গ্রাম জেলার কুলটিকরিতে কবি প্রণাম ও সাহিত্য বাসর..... 



রবিবার বাইশে শ্রাবণ রবিবার রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল সাহিত্য পরিষদের অন্তর্গত স্মরনে পত্রিকা কমিটির সম্পাদক বিশিষ্ট শিক্ষাবিদ বীরেন্দ্রনাথ শাসমলের উদ্যোগে এবং  ব্যবস্থাপনায় কুলটিকরী হাইস্কুলে "স্মরণে সাহিত্য বাসর" অনুষ্ঠিত হলো ,এই অনুষ্ঠানে রবীন্দ্র সংগীত, রবীন্দ্র কবিতা আবৃত্তি ,রবীন্দ্র বিষয়ক বক্তব্য পরিবেশিত হয়। এছাড়াও সাঁকরাইল সাহিত্য পরিষদের কবি ও সাহিত্য সাথী বন্ধুরা স্বরচিত কবিতা পাঠ করেন। 

উপস্থিত ছিলেন সাহিত্য পত্রিকার সম্পাদক বিশিষ্ট শিক্ষাবিদ কবি বীরেন্দ্র নাথ শাসমল,  কুলটিকরী হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক শংকর প্রসাদ লাহা, বিশিষ্ট শিক্ষাবিদ সমাজসেবী এবং বিজ্ঞান মঞ্চের  ঝাড়গ্রাম জেলা সভাপতি সর্বেশ্বর মহাপাত্র,  কবি এবং রবীন্দ্রসংগীত শিল্পী এবং প্রাক্তন ভূমি সংস্কার আধিকারিক প্রদীপ কুমার মাইতি,  কবি ও গল্পকার মিহির কুমার দণ্ডপাট, শিক্ষাবিদ  সুবীর কুমার মন্ডল, সাঁকরাইল সাহিত্য পরিষদের সম্পাদক হরেন্দ্রনাথ ভৌমিক,কবি  ভিক্টর মাহাতো সহ প্রমুখ।  রবীন্দ্র সংগীত পরিবেশন করেন শ্রেয়া দাস, অনিতা প্রধান, সুনিষ্ঠা  । আবৃত্তি পরিবেশন করেন এথেনা পাহাড়ী. অদিতি সীট  ।প্রায় ৫৫ জনের উপস্থিতিতে এদিন  সুন্দর একটি অনুষ্ঠান উপস্থাপিত হয়। এছাড়াও সাহিত্য পরিবারের স্মরণে পত্রিকার সম্পাদকের উপস্থিততে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান করা হয় এছাড়াও স্মরণে সাহিত্য পত্রিকার শারদীয়া সংখ্যা আনুষ্ঠানিকভাবে প্রকাশ হয়। আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন বিশিষ্ট শিক্ষাবিদ শংকর প্রসাদ লাহা। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কবি ও সঙ্গীত শিল্পী প্রদীপ কুমার মাইতি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...