মেদিনীপুর পুরসভায় দায়িত্ব পাওয়া ডাঃ গোলক বিহারী মাজিকে বিশেষ সম্বর্ধনা, সংস্কৃতি সংবাদ ৷৷ Midnapore
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর..........পশ্চিম মেদিনীপুর জেলা রেডক্রশের সম্পাদক বিশিষ্ট অস্থিশল্য চিকিৎসক ডাঃ গোলোক বিহারী মাজিকে পশ্চিমবঙ্গ সরকার মেদিনীপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান ইনচার্জ ইন এডমিস্ট্রেটর হিসাবে মনোনীত করার জন্যে রেডক্রশ পরিচালন সমিতির সদস্যরা মঙ্গলবার রেডক্রশ অফিসে তাঁকে সম্বর্ধিত করলেন l অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার কোষাধক্ষ্য দেবাশিস দাস , ডা۔ শ্যামল পট্টনায়েক , অসিত ব্যানার্জী , দুর্লভ রায় , অনাদি জানা , অর্ঘ চক্রবর্তী , কুনাল ব্যানার্জী , অমিত কুমার সাহু , অরিন্দম ব্যানার্জী ও সুপ্রিয় বেরা প্রমুখ। উল্লেখ্য ১৬ ই আগস্ট রাজ্য সরকারের পক্ষ থেকে এই নির্দেশনামা জারি হয়েছে। যদিও এখনো দায়িত্ব হস্তান্তর হয়নি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন