নীলিমা সাহা-র আটপৌরে ১৭৫-১৭৭
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 175-177,
নীলিমা সাহার আটপৌরে
১৭৫) ঋতুর সংসারে মল্লার
জলথইথইনাচ
হায় বর্ষামঙ্গল , কবি-কলমে ঋতু-সংহার !
১৭৬)হৃদপুকুরে নিত্যস্নাত আমার-আমি
নিয়ত
কুড়োয় জন্মান্তর অক্ষর করতলে
১৭৭)বৃক্ষসারিতে সাজানো বাগান
জলদানাভ্যাসে
ঝলমলে শিকড় বল্কলও দর্পণ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন