নীলিমা সাহা-র আটপৌরে ১৯৩-১৯৫
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 193-195,
নীলিমা সাহার আটপৌরে
১৯৩)
শীতার্ত দিনগুলি চেয়েছিল
মুক্তি
পনের-আগস্ট সমস্বরে আঁকলে স্বাধীনতা!
১৯৪)স্বাধীনতা এখনও নীরব
জিজ্ঞাসা
অসংখ্য বিলাপ ওই পতাকার
১৯৫)স্বাধীনতাই একমাত্র অবলম্বন
পিছল-শব্দ
জুড়লেই উদ্গীথ-নাদ,হাঁটে পরস্মৈপদে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন