নীলিমা সাহা-র আটপৌরে ২০৫-২০৭
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 205-207,
নীলিমা সাহার আটপৌরে
২০৫)
হায় স্বাধীনতা-মাস, আজও
পরস্মৈপদী
আমরা , মেয়েরা চিনিনি স্ব-আকাশ
২০৬) মান-পাতার ফাঁকে রামধনু
স্তব্ধ-স্বাধীনতা
আসলেই অপেক্ষায় কোরবানির উট
২০৭) লাঠিশাল থেকে লাঠিয়াল
নিরবধিকাল
জীবিতের হাসি দ্যাখো মহাকালকবরে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন