নীলিমা সাহা-র আটপৌরে ২২৩-২২৫
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 223-225,
নীলিমা সাহার আটপৌরে
২২৩)
মঞ্চস্থপুতুলনাচ তামশা-আগুন মেরুন-বিস্ময়
নিরালোক
রংহীন রিক্ততায় তবু আবহদাম্পত্য
২২৪)
সিক্তমৃত্তিকা দূর্বাদল কামিনিকাঞ্চন
প্রসারিতশিকড়
ছায়াসুনিবিড় তবু বিসদৃশ চাহনি-চাহাত
২২৫)
বায়ুস্রোত আলোস্রোত শব্দস্রোত
লেলিহান
সব মিশে একাকার সারমেয়-সময়-যাপন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন