বুধবার, ১১ আগস্ট, ২০২১

ক্ষুদিরাম বসুর ১১৪ তম আত্ম বলিদান দিবসে সংকল্প ফাউন্ডেশন ৷৷ সংস্কৃতি সংবাদ, Sanskriti Sambad

 

ক্ষুদিরাম বসুর ১১৪ তম আত্ম বলিদান দিবসে সংকল্প ফাউন্ডেশন ৷৷ সংস্কৃতি সংবাদ



ভারতীয় স্বাধীনতা আন্দোলনের কনিষ্ঠতম বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর আত্মত্যাগের আজ (১১\৮\২০২১) ১১৪ তম আত্ম বলিদান দিবসে সংকল্প ফাউন্ডেশন এর পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা জানানো হয়। আজ সকাল সাড়ে ৮টায় হবিবপুর কালীমন্দিরের সংলগ্ন ক্ষুদিরাম বসুর নিজ জন্ম ভিটার মূর্তিতে মাল্যদান করা হয়।সংগঠনের প্রধান উপদেষ্টা গোপাল সাহা মহাশয় তার বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন এবং মাল্যদান করা হয়। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য পিন্টু সাউ,রাকেশ দাস, বিজয় দাস, দেবাশিস সেন, অনীশ সাউ অরীত্র দাস ,ডক্টর শান্তনু পান্ডা ও  সম্পাদিকা পারমিতা সাউ জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...