শব্দব্রাউজ ২৭২ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-272, Nilanjan Kumar
শব্দব্রাউজ ২৭২ । নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ১৪।৮।২১ ।সকাল ৮টা ৫ মিনিট ।
শব্দসূত্র : বর আসবে এক্ষুনি
মেয়েলি বর ভিত্তিক ছড়ার ভেতর ঢুকে পড়লে আলাদা রস। সেই রসে সকলে বশ । বর আসার যাবতীয় হৈচৈ গায়ে মেখে নিজেকে সাজাই । যা দিয়ে নিজেকে আনন্দে রাখা যায় ।
বর আসার আনন্দ ব্যতিক্রমী । কেমন খেলা করে স্বস্তি!
হাজারো উল্লাসের সঙ্গে সে স্বস্তি মিলেমিশে যায় ।
এক্ষুনি কিছু হয় না । সময় লাগে । শেষমেশ চূড়ান্ত স্বপ্ন সার্থক । রক্তচাপ স্বাভাবিক ।
শব্দসূত্র : বর আসবে এক্ষুনি
মেয়েলি বর ভিত্তিক ছড়ার ভেতর ঢুকে পড়লে আলাদা রস। সেই রসে সকলে বশ । বর আসার যাবতীয় হৈচৈ গায়ে মেখে নিজেকে সাজাই । যা দিয়ে নিজেকে আনন্দে রাখা যায় ।
বর আসার আনন্দ ব্যতিক্রমী । কেমন খেলা করে স্বস্তি!
হাজারো উল্লাসের সঙ্গে সে স্বস্তি মিলেমিশে যায় ।
এক্ষুনি কিছু হয় না । সময় লাগে । শেষমেশ চূড়ান্ত স্বপ্ন সার্থক । রক্তচাপ স্বাভাবিক ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন