শব্দব্রাউজ ২৬৩ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse, Nilanjan Kumar
শব্দব্রাউজ ২৬৩। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা ৫। ৮। ২০২১ সকাল নটা পঁয়তাল্লিশ মিনিট
শব্দসূত্র : বেলা শেষের গান
তাও বোঝা হল না বোঝা হল না
অনেক বেলা চলে গেল, তবু
শেষ সময়ের অনুভূতি জানা হল না ।
শেষ কথা শুনিয়ে যাচ্ছি কি যাচ্ছি না
তাও বোঝা হল না ।
বেলা শেষের সময় পৃথিবীকে
বিদায় জানানোর যে ব্যথা
তাকে অন্য কেউ ছুঁয়ে থাকার
কথা নয়, তবু কৌতুহল মেটেনা ।
গান যে সুর নিয়ে আসে সেই সুর
জমিয়ে দেয় আকাশ বাতাস ।
মর্মান্তিক শেষ বেলার সব
নস্টালজিয়া চোখের সামনে
ভেসে ওঠে ।
শব্দসূত্র : বেলা শেষের গান
তাও বোঝা হল না বোঝা হল না
অনেক বেলা চলে গেল, তবু
শেষ সময়ের অনুভূতি জানা হল না ।
শেষ কথা শুনিয়ে যাচ্ছি কি যাচ্ছি না
তাও বোঝা হল না ।
বেলা শেষের সময় পৃথিবীকে
বিদায় জানানোর যে ব্যথা
তাকে অন্য কেউ ছুঁয়ে থাকার
কথা নয়, তবু কৌতুহল মেটেনা ।
গান যে সুর নিয়ে আসে সেই সুর
জমিয়ে দেয় আকাশ বাতাস ।
মর্মান্তিক শেষ বেলার সব
নস্টালজিয়া চোখের সামনে
ভেসে ওঠে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন