আটপৌরে কবিতাগুচ্ছ ~ ২২/৬ || "আই-যুগ"-এর কবিতা
দেবযানী বসু || Atpoure poems 22/6 Debjani Basu
 আটপৌরে ২২/৬
আটপৌরে২২/৬
১. পৃথিবী মাত্র এক পেপারওয়েট
দুধসন্ধ্যা। নীলচন্দ্রমা।নীলতারা।
কাগজাননে
লেখা কাজগুলি নীলকান্তমণি পাথর।
২. পুরানো বই পঠনে বাড়ে
ঝুলদুঃখ। কাগজকুচি-বিষাদ। ধুলো-অবসাদ।
কায়দা
করে দেয়ালে টাঙিয়ে সুখ।
৩. ভূতের নক্ষত্রজনিত অসুখ
কাঁটাতার। ইটপাটকেল। ভুষোকালি।
কৃকলাসের
ঠাট্টামারা গাট্টারা তেঁতুলগাছে রাত্রে।
১. পৃথিবী মাত্র এক পেপারওয়েট
দুধসন্ধ্যা। নীলচন্দ্রমা।নীলতারা।
কাগজাননে
লেখা কাজগুলি নীলকান্তমণি পাথর।
২. পুরানো বই পঠনে বাড়ে
ঝুলদুঃখ। কাগজকুচি-বিষাদ। ধুলো-অবসাদ।
কায়দা
করে দেয়ালে টাঙিয়ে সুখ।
৩. ভূতের নক্ষত্রজনিত অসুখ
কাঁটাতার। ইটপাটকেল। ভুষোকালি।
কৃকলাসের
ঠাট্টামারা গাট্টারা তেঁতুলগাছে রাত্রে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন