সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১

আটপৌরে কবিতাগুচ্ছ ~ ২২/৬ || "আই-যুগ"-এর কবিতা দেবযানী বসু || Atpoure poems 22/6 Debjani Basu

 আটপৌরে কবিতাগুচ্ছ ~ ২২/৬ || "আই-যুগ"-এর কবিতা

দেবযানী বসু || Atpoure poems 22/6 Debjani Basu




 আটপৌরে ২২/৬

আটপৌরে২২/৬

১. পৃথিবী মাত্র এক পেপারওয়েট

দুধসন্ধ্যা। নীলচন্দ্রমা।নীলতারা।
               কাগজাননে
লেখা কাজগুলি নীলকান্তমণি পাথর।

২. পুরানো বই পঠনে বাড়ে

ঝুলদুঃখ। কাগজকুচি-বিষাদ। ধুলো-অবসাদ।
               কায়দা
করে দেয়ালে টাঙিয়ে সুখ।

৩. ভূতের নক্ষত্রজনিত অসুখ

কাঁটাতার। ইটপাটকেল। ভুষোকালি।
              কৃকলাসের
ঠাট্টামারা গাট্টারা তেঁতুলগাছে রাত্রে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...