নীলিমা সাহা-র আটপৌরে ২৮৯-২৯১
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 289-291,
নীলিমা সাহার আটপৌরে
২৮৯)
চারধারে রাজনৈতিক সাঁতার
ধূম্রজানালায়
পোড়োগন্ধ,বাড়ন্তভাতে ছাই-এর রহস্য
২৯০)
ধ্বংসের ভেতরেই প্রস্তুতি
পুনর্গঠনের
এখানেই প্রকৃত পরিচয় ব্যর্থতার
২৯১)
দূর্বাদলে শিশির শিউলির
সহাবস্থান
এমত নিবদনেই আলোর সুদৃর
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন