আটপৌরে কবিতাগুচ্ছ ~ ২৩/২ || "আই-যুগ"-এর কবিতা
দেবযানী বসু || Atpoure poems 23/2 Debjani Basu
আটপৌরে ২৩/২
১. চরমে চলে যাব
জিন্দাকবর। ট্যান্টালাস। জল- অন্বেষণ।
এলুমিনিয়াম
জোছনা নিঙড়ানো চাঁদ মরণোন্মুখ।
২. পরমে চলে যাব
প্রেমপ্রেমান্তর। প্রেমনিয়তি। প্রেমকমল।
বচনাতীত
কাল থেকে পরমব্রতধারী সমাধীতে।
৩. মরমে চলে যাব
বন্দীকাল। ভাষাদাস। মালাকার।
মজামজানো
মনপবনের নাও সমুদ্রগামী হল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন