নীলিমা সাহা-র আটপৌরে ২৪৭-২৪৯
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 247-249,
নীলিমা সাহার আটপৌরে
২৪৭)মেঘার্ত জানালার এখন
ভয়
বৃষ্টি আর আদিম বাতাসে
২৪৮)
সবুজ-সংলাপ পাড় জুড়ে
কাশেদের
হাসি----নেপথ্যে শূন্য-ঝড় মোচড়
২৪৯) নিয়ত যুদ্ধের প্রস্তুতি
নির্মাণ
খসে, অহং-এ অহং-এ যুদ্ধে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন