নীলিমা সাহা-র আটপৌরে ৩১৬-৩১৮
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 316-318,
নীলিমা সাহার আটপৌরে
৩১৬)
পৌরুষ-স্বাধিকার যে না-মোছার
বন্যস্বপ্ন
রোদদাগে থিরথির অপঠিত শরীরীভাঁজ
৩১৭)
জলতরঙ্গে অমিল জলজসখ্যতা
দৃশ্যমাননদী
বিহিতধারাপাতে বাংলার মায়াবী মুখ
৩১৮)
বর্ষণই চিরায়ত বর্তমান
নির্বাক
ঝরঝর বাজে মনের দহলিজে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন