আটপৌরে কবিতাগুচ্ছ ~ ২৪/৭ || "আই-যুগ"-এর কবিতা
দেবযানী বসু || Atpoure poems 24/7 Debjani Basu
আটপৌরে ২৪/৭
১. ওং শান্তি
সেলাম। প্রণাম। আদাব।
আনন্দ
হাত-পা বাঁধা পুতুলনৃত্য দেখে।
২. স্বস্তিবচনের মাখা শিরনি
ছবিছবিক্কার। মস্তিমেকার। হর্নি-কারনিভ্যাল।
উঁইঢিপি
বানানোর সময় এল চিত্ত - চমৎকার।
৩. পুরোপুরি কবিতা বৃষ্টি
রূপো-বিদ্যুৎ। সোনা-বিদ্যুৎ।ড্রোন-বিদ্যুৎ।
দুঃখ-দানামেঘে
আঘাত পেয়ে বৃষ্টি ঝরায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন