বই প্রকাশ
মিডনাপুর ক্লাব-এ প্রকাশিত হল সন্দীপ ঘোষ-এর লেখা আত্মজীবনীমূলক ৩৩৬ পৃষ্ঠার গ্রন্থ "কেকা, আমি ও শূন্যতা" ৷ অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যক্তিত্ব জয়ন্ত সাহা ৷ সঞ্চালনা করেন অমিতাক্ষর পত্রিকার সম্পাদক অচিন্ত মারিক ৷ উপস্থিত ছিলেন বইটির লেখক সন্দীপ ঘোষ, নয়ন সম্পাদক বিদ্যুৎ পাল, কাগজের নৌকা সম্পাদক বরুণ বিশ্বাস, আই-সোসাইটি সম্পাদক সৌমিত্র রায়, ছোটোদের আলোলিকা সম্পাদক পীযূষকান্তি সরকার এবং আরো অনেকে ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন