নীলিমা সাহা-র আটপৌরে ৩৫৮-৩৬০
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 358-360,
নীলিমা সাহার আটপৌরে
৩৫৮)
মৃন্ময়ী বা চিন্ময়ীদর্শন
কেবলই
মনুষ্যঢেউ,উধাও ভক্তির ঢেউ
৩৫৯)
সিংহীপার্ক একডালিয়া বাদামতলা
পথঢেউ
মারিয়ে দর্শনার্থী কেবলই বেপথু
৩৬০)
মহাঅষ্টমীর দেবীদর্শনই শুধু !
পতিতালয়ের
মৃত্তিকাস্পর্শেও যে পবিত্র রহস্য
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন