নীলিমা সাহা-র আটপৌরে ৩৯৬-৩৯৮
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 396-398,
নীলিমা সাহার আটপৌরে
৩৯৬)
পারদে পারদে নিঝুম
আয়না
আয়-না আর বলে না
৩৯৭)
মুখোশের মুখোমুখি মুখ
দৃশ্যমান
দু-দশটি দৃশ্য ---লজ্জারাঙা ভুলচুখ
৩৯৮)
দ্রুত রং বদলায়
আলো
অতিরিক্ত হলেই দিগন্তভেদী প্রতিধ্বনি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন