নীলিমা সাহা-র আটপৌরে ৫৩১-৫৩৩
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 531-533,
নীলিমা সাহার আটপৌরে
৫৩১)
খননপর্ব > সাহসই লুকিয়েছিল
মূর্তিগুলো
লুকোতে অপারগ ছিল গন্ধ
৫৩২)শীত-বোধ তেমন নেই
তবু
শীতেরজানালা...আসে দিকশূন্যপুরের বাতাস
৫৩৩)অতিমারণ পেরোতে চাই
ডায়েরি
খোলে ভ্রু নৃত্যরত সময়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন