নীলিমা সাহা-র আটপৌরে ৫৪৩-৫৪৫
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 543-545,
নীলিমা সাহার আটপৌরে
৫৪৩)
টেবিলের উপর গ্লোব
আঙুলস্পর্শেই
ঘূর্ণন্তপৃথিবী, প্রতিপক্ষে অতিনগন্য আমি
৫৪৪)
প্রতিপক্ষ শব্দই নয়
নগন্য-আমারই
বিষন্ন-অভিজ্ঞতা নিয়ত আছড়ে পড়ছে
৫৪৫)
ভূমন্ডল ---- কোথাও কুয়াশাচ্ছন্নবেদনা
কোথাও
ভ্রুবিলাসীআকর্ণহাসি...নিজেকে দেখতে পাই
বাঃ চমৎকার চলছে
উত্তরমুছুন