নীলিমা সাহা-র আটপৌরে ৬৭৯-৬৮১,
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 679-681,
৬৭৯)
কবিতার নীরব প্রশ্রয়
অপাপবিদ্ধতা
সমর্পণের মুহূর্তগুলি খুঁজছে অক্ষরনদী
৬৮০)
এখন বিকেল, শীতকাল
কুয়াশা-অহংকার
পঙক্তিভোজ থেকে সরছে সুখ
৬৮১)
বঙ্কিমচন্দ্র ভেসে যাচ্ছে
আকাশ-জমিন
অকৃপণ জোৎস্নায় সমূহ মায়া
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন