শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২

শব্দব্রাউজ ৩৭৪ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-374, Nilanjan Kumar

 শব্দব্রাউজ ৩৭৪ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-374, Nilanjan Kumar





শব্দব্রাউজ ৩৭৪ || নীলাঞ্জন কুমার

বিপাশা আবাসন । তেঘরিয়া মেন রোড কলকাতা ।  সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিট ।

শব্দসূত্র:  পাও নাই পরিচয়

পাও যা,  তাকে বুকের ভেতর রাখো । প্রাপ্তি বড় সুন্দর । বিশুদ্ধ বাতাসের মতো শূন্য থেকে সুখ এসে দাঁড়ায় । অপরিচিত মুহূর্ত পরিচিত হয়ে গেলে অভিজ্ঞতা আমাকে সমৃদ্ধ করে ।আমি তখন আরো গভীরে ।হা হা ....


নাই থাকলো বৈভব । নিঃস্বেরও এক মাহাত্ম্য আছে । টাকা আনা পাই এর হাজারো ঝঞ্ঝাট থেকে কেমন মুক্তি! নাই থাকলো অসহ্য অহং । পায়ের নীচে মাটির স্পর্শ আমায় ভাবিয়ে ছাড়ে ।


পরিচয় গড়ে ওঠে আপনি আপনি । সে তোমায় বাঁচিয়ে রাখে পৃথিবীর মনে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...