বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২

শব্দব্রাউজ ৩৭৮ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-378, Nilanjan Kumar

 শব্দব্রাউজ ৩৭৮ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-378, Nilanjan Kumar





শব্দব্রাউজ ৩৭৮ || নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন । তেঘরিয়া মেন রোড । কলকাতা । ৮। ২।২২ সকাল সাড়ে আটটা ।

শব্দসূত্র:  আসমান জমিন ফারাক



আসমান এক বিস্ময় । তার কত রং কত অস্থিরতা! আসমানি দুনিয়ার জন্য মন ব্যাকুল করা সময় সে দেখা দেয় কিন্তু ছোঁয়া দেয় না । মেঘ কুন্ডলী আস্তে আস্তে মিলিয়ে গেলে বুঝি এভাবেই অতীত আমাকে শিক্ষা দিয়ে যায় । আসমানের জন্য বড় লোভ । অনেক জিজ্ঞাসা ।


জমিনে পা রাখলেই নিজের অহংকার চিনে ফেলি । তখন তাকে পরিত্যাগ করতে একটুও অসুবিধা হয় না ।


আসমান জমিনে ফারাক আছে বলেই এই শব্দব্রাউজ । জড়িয়ে থাকা এ বিস্ময় নিয়ে থাকতে চাই ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...