বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২

শব্দব্রাউজ ৩৮৫ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-385, Nilanjan Kumar

 শব্দব্রাউজ ৩৮৫ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-385, Nilanjan Kumar





শব্দব্রাউজ ৩৮৫ || নীলাঞ্জন কুমার

বিপাশা আবাসন । তেঘরিয়া মেন রোড । কলকাতা ।
১৫। ২। ২২। সকাল আটটা ।


শব্দসূত্র  :  বাঁচার মতো বাঁচো


বাঁচার জন্য আনন্দ লাগে । সেই আনন্দ ছুঁয়ে নিঃশব্দতাকে গুডবাই করে এই জীবন বেশ ।
বাঁচার জন্য সুন্দর লাগে । লাগে ভালোবাসা ।
লাগে প্রাণনা । চুটিয়ে বাঁচার আগ্রহ লাগে । সুস্বপ্ন জড়ানো লাগে । নিঃস্ব সত্ত্বা তখন উধাও ।


নিজের মতো করে সত্য চিনি । এই আমাদের প্রধান নেশা । ভিড়ে ভিড়াক্কার প্রতিদিনের মানুষজন দেখে বুঝে ফেলি সব । আমার বাঁচা আরো মহার্ঘ হয়ে ওঠে ।


বাঁচি এক পশলা সোঁদা মাটির গন্ধ ওঠা বৃষ্টির মতো । এভাবে দিন যাক ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...