শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২

শব্দব্রাউজ ৩৮৭ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-387, Nilanjan Kumar

 শব্দব্রাউজ ৩৮৭ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-387, Nilanjan Kumar





শব্দব্রাউজ ৩৮৭ || নীলাঞ্জন কুমার

বিপাশা আবাসন । তেঘরিয়া মেন রোড ।কলকাতা । ১৭। ২। ২২। সময় সকাল ৮টা ১০ মিনিট ।


শব্দসূত্র  :  যে পাগল বলে


যে নিঃস্বতায় সঙ্গে মিতালি করে, সে মানুষের কাছে পাগল বনে যায় । নিজস্ব খুশির তানে পাগল বাঁচে তার মতো । যে পরার্থপরতা নিয়ে থাকে,  চতুরেরা তাকে নিয়ে ছেনালি করে । দেখে যাই। ভেবে যাই । বুঝে যাই ।


পাগল কাকে কয় ! হাজারো পাগলের ভেতরের ব্যাখ্যা মেলে না । মাঝেমধ্যে নিজেকে পাগল ভাবতে ইচ্ছে হয় । আপন চালে চলতে তখন কোন বাধা নেই ।


বলাবলির ভেতর সত্য মিথ্যা থাকে । তা বুঝে খুঁজে নিই আসল কথা । আস্তাকুড়ে কথাবার্তা কি অনায়াসে ছুঁড়ে ফেলি !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...